শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মধ্য-আমেরিকার দেশ গুয়েতেমালায়। শুক্রবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির দক্ষিণাঞ্চল। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।
শুক্রবার (২৬ জানুয়ারি) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ খবর জানিয়েছে।
ইউএসজিএস বলছে, গুয়েতেমালার দক্ষিণাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে ১০৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে মার্কিন এই ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
ইউএসজিএস আরও বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী গুয়েতেমালা সিটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে ট্যাক্সিস্কো শহরের কাছে। ওই এলাকায় ভূমিকম্পের সতর্ক সংকেত বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। পরে কিছু বাসিন্দা আতঙ্কিত হয়ে তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
গুয়াতেমালার জরুরি পরিষেবা সংস্থা কনরেড বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের উত্তর-পশ্চিমের সান পাবলো জোকোপিলাস শহরের একটি গির্জার সম্মুখভাগের কিছু অংশ ধসে গেছে।
প্রতিবেশী দেশ এল সালভাদরেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। উভয় দেশে ভূমিকম্প আঘাত হানার সময় লোকজন ঘুমিয়ে ছিলেন। এল সালভাদরের কর্মকর্তারা ভূমিকম্পটিকে ‘শক্তিশালী’ বলে অভিহিত করেছেন।
সূত্র: রয়টার্স।
নয়া শতাব্দী/এআই/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ