ফিলিস্তিনের গাজায় উপত্যকায় গণহত্যা ইস্যুতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ভণ্ডামি বললেন ইসরাইলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির।
শুক্রবার নেদারল্যান্ডসের হেগেতে অবস্থিত ওই আদালতকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘হেগ শ্মাগ (শ্মাক)’। গাভির আরও লেখেন, হেগের ইহুদিবিদ্বেষী আদালতের রায় প্রমাণ করে- এই আদালত ন্যায়বিচার চায় না, বরং এটি ইহুদি জনগণের ওপর নিপীড়ন সমর্থন করে।
ইতামার বেন গাভির বলেন, হলোকাস্টের সময় তারা নীরব ছিলেন এবং আজ তারা তাদের ভণ্ডামিতে আরও এক স্তর অগ্রসর হয়েছেন। তিনি বলেন, আমরা এ ধরনের বিপজ্জনক রায় মেনে চলতে পারি না, যা ইসরাইল রাষ্ট্রের ভবিষ্যৎ অস্তিত্বকে ঝুঁকিপূর্ণ করে তোলে। সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের অবশ্যই শত্রুকে নির্মূল করতে হবে। সূত্র: জেরুজালেম পোস্ট
নয়া শতাব্দী/
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ