বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ৬ দিনব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে জার্মানির ট্রেন চালকদের ইউনিয়ন। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, বুধবার (২৪ জানুয়ারি) থেকে সোমবার (২৯ জানুয়ারি) পর্যন্ত দেশটিতে বন্ধ থাকবে সকল ধরণের যাত্রীবাহী ট্রেন চলাচল।
ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল থেকে ধর্মঘট শুরু করেন জার্মানির ট্রেন চালকরা। তবে আগামী ২৯ জানুয়ারি থেকে যাত্রী ও মালবাহী উভয় ট্রেনই চলবে বলে জানিয়েছেন চালকরা।
চলতি মাসে দ্বিতীয়বারের মতো জার্মানির ট্রেন চালকরা ধর্মঘট শুরু করলো।
এদিকে সপ্তাহব্যাপী এই ধর্মঘটে জার্মানিতে অন্তত ১০০ কোটি ইউরোর সমপরিমাণ ক্ষয়ক্ষতি হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কারণ, ধর্মঘটের জেরে কেবল যাত্রী পরিষেবাতেই ব্যাঘাত ঘটছে না, সামগ্রিকভাবে জার্মান শিল্পাঞ্চলও ক্ষতির মুখে পড়ছে। দেশটির বিভিন্ন শিল্পাঞ্চলে প্রয়োজনীয় কাঁচামাল রেলের মাধ্যমে পাঠানো হয়।
শুধু জার্মানি নয়, গোটা ইউরোপের শিল্পাঞ্চলের জন্য কাঁচামাল পৌঁছায় জার্মান রেলের মাধ্যমে। ইউরোপের শিল্পক্ষেত্রের কাঁচামালের ৬০ শতাংশই যায় জার্মান রেলের মাধ্যমে। ফলে ভাঁজ পড়েছে ইউরোপের অন্যান্য দেশের কপালেও। কীভাবে এই কাঁচামাল পরিবহণ হবে, তা নিয়েও উদ্বেগ শুরু হয়েছে ইতোমধ্যেই।
নয়া শতাব্দী/ডিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ