ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রাক্তনের নামে ‘তেলাপোকার নামকরণ’! 

প্রকাশনার সময়: ২৩ জানুয়ারি ২০২৪, ১৮:১৭

প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে নিয়ে ক্ষোভ জমে নেই- এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। প্রাক্তনদের উদ্দ্যেশ্যে ক্ষোভ কে না ঝাড়তে চায়? পাওয়া গেছে অভিনব সুযোগ!

প্রাক্তনের নামে ‘তেলাপোকার নাম’ রাখার মাধ্যমে এবার আসন্ন ভালোবাসা দিবস উদযাপন করবেন প্রত্যাখ্যাত অনেক প্রেমিক-প্রেমিকা। আর তারই সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

রোববার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের অংশ হিসেবে অস্বাভাবিক উপায়ে অনুভূতি প্রকাশের জন্য লোকজনকে প্রস্তাব দিয়েছে ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঐতিহ্য ধরে রেখে লোকজনকে তাদের প্রাক্তনের নামে একটি ‘তেলাপোকার নাম’ রাখার সুযোগ দিচ্ছে তারা। তবে এর জন্য গুণতে হবে ১৫ ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নামকরণের বিষয়টি সংশ্লিষ্ট প্রাক্তনকে ই-মেইল করে জানিয়ে দেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ই-মেইলে থাকবে একটি রঙিন প্রশংসাপত্র। এতে উল্লেখ থাকবে, তার (প্রাক্তন) সম্মানে একটি মাদাগাস্কার হিসিং তেলাপোকার নামকরণ করা হয়েছে।

এক বার্তায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই প্রচারাভিযানের ঘোষণা দিয়েছে। তারা লিখেছে, ‘আসছে ভ্যালেন্টাইন’স ডে; আপনাদের বিশেষ ব্যক্তির নামে ব্রঙ্কস চিড়িয়াখানার একটি মাদাগাস্কার হিসিং তেলাপোকার নাম রাখুন। তাদের প্রতি আপনার ভালোবাসা বড়, সাহসী অক্ষরে প্রকাশ করুন।’

উল্লেখ্য, মাদাগাস্কার হিসিং তেলাপোকা প্রায় চার ইঞ্চি লম্বা হয়ে থাকে। এগুলো বিশ্বের বৃহত্তম প্রজাতির তেলাপোকা।

নয়া শতাব্দী/ডিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ