ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১, ১ রজব ১৪৪৬

সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তান যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশনার সময়: ২৩ জানুয়ারি ২০২৪, ১৭:৪০

স্বাভাবিক সম্পর্কে ফিরছে ইরান ও পাকিস্তান। এ লক্ষ্যে আগামী সপ্তাহে পাকিস্তান সফর করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুলাহিয়ান।

সোমবার (২২ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফরের মধ্য দিয়েই তেহরান ও ইসলামাবাদ পারস্পরিক উত্তেজনা কমিয়ে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা চালানোর ইঙ্গিত দিয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির আমন্ত্রণে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আগামী ২৯ জানুয়ারি পাকিস্তান সফরে আসবেন।’

এর আগে, সন্ত্রাসী ঘাঁটি উল্লেখ করে গত সপ্তাহে পাকিস্তানের বেলুচিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রতিক্রিয়া হিসেবে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। একইসঙ্গে তেহরানে নিযুক্ত নিজ দেশের রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনে দেশটি। এমনকি ইরানের সঙ্গে সব ধরনের উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করে পাকিস্তান।

এরপর গত ১৮ জানুয়ারি ইরানের ভূখণ্ডে হামলা চালায় দেশটি। প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালায়।

নয়া শতাব্দী/ডিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ