গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে একদিনে ২৪ জন ইসরায়েলি সেনার প্রাণ গেছে। এর মধ্যে শুধু একটি বিস্ফোরণেই প্রাণ গেছে ২১ জনের।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর একদিনে এটাই ইসরায়েলের সর্বোচ্চ সেনা নিহতের ঘটনা।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের জানান, ২১ জন সেনা এক বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন। পৃথক ঘটনায় একইদিন দক্ষিণ গাজায় আরও তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যার ফলে মোট নিহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ।
হাগারি আরও জানান, ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা একটি ইসরায়েলি ট্যাংকের উদ্দেশে গ্রেনেডযুক্ত রকেট হামলা চালায়। সে সময় কাছের দুটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ভবনের ভেতরে ও বাইরে অবস্থানরত সেনাদের ওপর তা ধসে পড়ে।
এদের মধ্যে মঙ্গলবার সকালে ১০ সেনার নাম প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের বয়স ২২ থেকে ৩৭ এর মধ্যে। তাদের ৯ জন একই ব্রিগেডের। এর আগে তারা তিন প্যারাট্রুপারের নাম প্রকাশ করে, যারা সোমবার গাজায় নিহত হন।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের সর্বাত্মক হামলা শুরুর পর এ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন অন্তত ২৫ হাজার ২৯৫ জন ফিলিস্তিনি।
নয়া শতাব্দী/ডিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ