ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬
সম্প্রীতির অনন্য নজির

৫০০ হিন্দু কর্মীকে ছুটি দিলেন মুসলিম বস!

প্রকাশনার সময়: ২২ জানুয়ারি ২০২৪, ১৫:২৪

এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির! অযোধ্যার রামমন্দিরে রাম মূর্তির প্রতিষ্ঠা উপলক্ষ্যে ৫০০ হিন্দু কর্মীকে ছুটি দিলেন এক মুসলিম বস!

সোমবার (২২ জানুয়ারি) রামমন্দিরে রাম মূর্তির প্রতিষ্ঠা উপলক্ষ্যে ভারতের বিভিন্ন স্থান থেকে বহু মানুষের সমাগম ঘটেছে। বহু স্কুল, কলেজ, অফিসে ছুটি দেওয়া হয়েছে। এমন অবস্থায় একজন মুসলিম মালিক তার কোম্পানিতে কাজ করা কর্মীদের ছুটি দিলেন এই বিশেষ দিনে।

কোম্পানিটি অবস্থিত অযোধ্যার রায়পুরের হিরাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার তেন্দুয়া গ্রামে। যার মালিক হলেন একজন মুসলিম। রাম মূর্তির প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য তার কোম্পানিতে কাজ করা ৫০০ কর্মীকে এদিন ছুটি দিয়েছেন, যাতে তারা সবাই অংশ নিতে পারেন তাতে।

এখানেই শেষ নয়! এই বিশেষ দিন, বিশেষ উৎসব উপলক্ষ্যে ১০০১টি রাম জ্যোতি জ্বালানোর কথাও ঘোষণা করেন ওই মুসলিম মালিক।

কোম্পানিটির মালিক তথা চেয়ারম্যান আলিকিউয়ান জাফের ইমদাদিওয়ালা টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যখন অযোধ্যায় শ্রী রাম ফিরে আসছেন, তখন এটা গোটা দেশ, বিশ্বের কাছে একটা গর্বের বিষয়। এদিন বহু ভারতীয়ের মনের ইচ্ছে পূরণ হলো। অযোধ্যায় রাম আবার ফিরে এলেন। সেজন্যই তো ওখানে উৎসব চলছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘সোমবারের এই বিশেষ দিনে আমি ছুটি দিয়েছি সবাইকে। একইসঙ্গে এদিন বিকেল ৫টায় সব কর্মীরা আসবেন এক ঘণ্টার জন্য। তারা সবাই মিলে এদিন জয় শ্রী রাম লেখা ১০০১টি প্রদীপ জ্বালাবেন।’

কোম্পানিটির চেয়ারম্যান আলিকিউয়ান জাফের ইমদাদিওয়ালাই নন, এটির ফাউন্ডার এবং ডিরেক্টর মনসুর জাফর, সবির হুসেন এবং মোহাম্মদ জাফরও খুশি এই গোটা ঘটনায়।

এর আগে, সোমবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে অযোধ্যার রামমন্দির উদ্বোধন করা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্বোধন কাজ সম্পন্ন করেন। সূত্র- হিন্দুস্তান টাইমস।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ