ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

সাইবার হামলা ঠেকাতে ইরানে চলছে আকাশ প্রতিরক্ষা মহড়া

প্রকাশনার সময়: ২০ জানুয়ারি ২০২৪, ০৮:১২

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর বিশাল আকাশ প্রতিরক্ষা মহড়ার আজ দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। গত (বৃহস্পতিবার) থেকে এই মহড়া শুরু হয়েছে। ‘গার্ডিয়ান্স অফ বেলায়াত স্কাই ১৪০২’ নামের এ মহড়ায় ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোর পাশাপাশি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স, বিমান বাহিনী এবং আরও কয়েকটি সংশ্লিষ্ট ইউনিট অংশ নিচ্ছে।

সশস্ত্র বাহিনীর যৌথ আকাশ-প্রতিরক্ষা মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস ফারাজপুর আজ দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে বলেছেন, এই মহড়ায় দেশে তৈরি নানা ধরনের ক্ষেপণাস্ত্র, রাডার, গোয়েন্দা ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে।

আজ মহড়ার দ্বিতীয় দিনে শত্রুর ইলেকট্রনিক ও সাইবার হামলা মোকাবেলায় নানা কৌশল অবলম্বন করা হয়েছে। এসব উপায় ও কৌশল নানাভাবে কল্পিত শত্রুর বিরুদ্ধে সফলভাবে প্রয়োগ করা হয়েছে। শত্রুরা যাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ব্যবস্থাকে অচল করতে না পারে সে লক্ষ্যে প্রস্তুতি জোরদার করাই আজকের এ সংক্রান্ত মহড়ার লক্ষ্য।

এছাড়া মহড়া চলাকালে তুলনামূলক নিচু দিয়ে উড়ে যাওয়া বিভিন্ন লক্ষ্যবস্তুকে স্বল্প পাল্লার 'নাইন দেই' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা হয়েছে। ইরান প্রতিবছরই এ ধরণের মহড়া চালিয়ে থাকে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ