যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সোয়া দশটা নাগাদ ছেড়ে যায় অ্যাটলাস এয়ারের বোয়িং ৭৪৭–৮ এর একটি কার্গো প্লেন। প্লেনটি উড্ডয়নের ঠিক কিছুক্ষণ পরেই ইঞ্জিনে আগুন লেগে যায়।
এসময় মাঝ আকাশে উড়তে থাকা ওই প্লেন থেকে বের হতে থাকে আগুনের লেলিহান শিখা। অবিশ্বাস্য হলেও, বিমানবন্দরে জরুরি অবতরণ করায় ভাগ্যক্রমে বেঁচে যান ওই আকাশযানের আরোহীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, উড়তে থাকা ওই উড়োজাহাজ থেকে ছিটকে বের হতে থাকে আগুনের শিখা।
উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যাটলাস এয়ারের বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে যায়। এ কারণে আগুন লাগতে পারে। তবে পাইলটের বুদ্ধিতে দ্রুত উড়োজাহাজটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে কারো তেমন কোনো ক্ষতি হয়নি।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ