ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

এবার ইরানে ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান, নিহত ৭

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ১৩:০৬ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ১৪:৪৬

পাকিস্তানি ভূখণ্ডে ইরানি হামলার দুই দিন পরই ইরানের অভ্যন্তরে বালুচি জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পাকসেনারা এ হামলা চালায় বলে এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।পাকিস্তানের গণমাধ্যম জিওটিভি জানিয়েছে, বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়।

গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে পাকিস্তানের কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানান ইরান । এতে চার শিশুসহ তিন নারী নিহত হয়েছেন। তবে তাদের কেউই ইরানি নাগরিক নন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার সকালে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানাগুলো লক্ষ্যবস্তু করে পাকিস্তান নিখুঁত সামরিক হামলা চালিয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এ অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

এর আগে, মঙ্গলবার পাকিস্তানের অভ্যন্তরে ইসরাইল-সংশ্লিষ্ট জঙ্গি ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছিল ইরান। ওই হামলায় পাকিস্তানের দুই শিশু এবং তিন মেয়ে নিহত হয়। তখন পাকিস্তান সতর্ক করে বলেছিল, এ হামলার প্রতিক্রিয়ায় যে পরিণতি হবে তার জন্য তেহরান দায়ী থাকবে।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ