ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিজের ভাগ্য জড়িয়ে না ফেলতে সতর্ক করেছেন। মার্কিন বিজনেস নিউজ চ্যানেল সিএনবিসিকে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে আমির আব্দুল্লাহিয়ান এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি সুস্পষ্ট করে বলেন, ইহুদিবাদী ইসরাইলের প্রতি আমেরিকার সমর্থন হচ্ছে মধ্যপ্রাচ্যে সংকট সৃষ্টির মূল কারণ।
তিনি বলেন, আমেরিকা এবং প্রেসিডেন্টে বাইডেনের উচিত হবে না নেতানিয়াহুর ভাগ্যের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলা। সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নেয়ার অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিএনবিসি নিউজকে এই সাক্ষাৎকার দেন।
তিনি বলেন, ঠগবাজ নেতানিয়াহুর প্রতি বাইডেন ও হোয়াইট হাউজের পূর্ণমাত্রার সহযোগিতা মধ্যপ্রাচ্যের এই নিরাপত্তাহীনতার সৃষ্টির আসল কারণ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তেহরান চায়- আমেরিকা গাজা যুদ্ধ বন্ধ করুক। লোহিত সাগরের নিরাপত্তা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইয়েমেনের জনগণ অথবা এই অঞ্চলের অন্য কোনো দেশ যারা ফিলিস্তিনিদের রক্ষার জন্য কাজ করছে তারা তাদের নিজেদের অভিজ্ঞতা ও স্বার্থের আলোকেই সেগুলো করছে; এ বিষয়ে কেউ ইরানের কাছ থেকে অথবা অন্য কারো কাছ থেকে নির্দেশ ও দিকনির্দেশনা নিচ্ছে না।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, তেল রপ্তানিকারক দেশ হিসেবে ইরানের কাছে সমুদ্রপথের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নিজেদের সীমানার কাছে যদি নিরাপত্তাহীনতা বিরাজ করে তাহলে তা ইরানের স্বার্থের পক্ষে যায় না। আবারো তিনি গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দখলদার ইসরাইলকে দায়ী করেন।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ