ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ব্রিটিশ মন্ত্রীসভায় ব্যাপক রদবদল, নতুন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস

প্রকাশনার সময়: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৮

যুক্তরাজ্যের মন্ত্রিসভায় বড়রকমের পরিবর্তন এসেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের হাত ধরে। তিন মন্ত্রীকে বরখাস্ত করে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ডমিনিক রাবকে সরিয়ে তার স্থলে লিজ ট্রাসকে নিয়োগ দিয়েছেন বরিস জনসন।

এদিকে, আফগানিস্তান থেকে বিশৃঙ্খলার মধ্য দিয়ে বিদেশি সেনা ও মিত্রদের প্রত্যাহারের পর উদ্ভূত সংকট সামাল দিতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে রাবকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে বলে অনেকেই মনে করছেন।

যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট জানায়, মহামারি থেকে আরও ভালভাবে প্রত্যাবর্তনের জন্য একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ দল গঠন করার লক্ষে এই রদবদল করা হয়েছে।

ডমিনিক রাবকে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে সরিয়ে আইনমন্ত্রী করা হয়েছে, পাশাপাশি তাকে লর্ড চ্যান্সেলর এবং উপ-প্রধানমন্ত্রী হিসাবেও নিয়োগ দেওয়া হচ্ছে। রাবের জায়গায় লিজ ট্রাস নতুন পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় ব্রিটিশ মন্ত্রিসভায় এখন শীর্ষ চার পদের মধ্যে দুটোতেই আসীন হলেন নারী।

৪৬ বছর বয়সী ট্রাস গত দুই বছর বাণিজ্যমন্ত্রী ছিলেন। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী একাধিক বাণিজ্য চুক্তি করেছেন তিনি। কনজারভেটিভ পার্টির সদস্যদের মধ্যে তার জনপ্রিয়তা আছে।

অপরদিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছে- শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন, আইনমন্ত্রী রবার্ট বাকল্যান্ড এবং স্থানীয় সরকার ও সম্প্রদায় বিষয়ক মন্ত্রী রবার্ট জেনেরিককে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ