ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ইসরাইল : খামেনেয়ী 

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৪, ০৭:৩৪

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা একটি মহান কাজে হাত দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেছেন, হুথিরা সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় জিহাদে নেমেছে। এই জিহাদে বিজয় আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি তেহরানে সারা দেশের জুমার নামাজের খতিব ও সর্বোচ্চ নেতার প্রতিনিধিদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ আশা প্রকাশ করেন।

সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় যে ভয়াবহ অপরাধযজ্ঞ চালাচ্ছে তা মুসলিম-অমুসলিম নির্বিশেষে বিশ্বের সব মানুষ একবাক্যে স্বীকার করছে। তিনি বলেন, ইসরাইল যতটা নৃশংসতা ও পাশবিকতা দেখাচ্ছে তত বেশি পরাজিত হচ্ছে ও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।

ভাষণের অন্য অংশে সর্বোচ্চ নেতা চলতি রজব মাসে বেশি বেশি আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করা বা এসতেগফার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রজব মাসের সবচেয়ে উত্তম আমল এসতেগফার করা। সর্বোচ্চ নেতা মহানবী (সা.)এর হাদিস উল্লেখ করে রজব ও শাবান মাসকে রমজান মাসের প্রস্তুতির মাস বলে উল্লেখ করেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, আমরা প্রত্যেকে আল্লাহর মুখাপেক্ষী। তার ক্ষমা ছাড়া আমাদের মুক্তি নেই। আল্লাহর ক্ষমা লাভের শ্রেষ্ঠ উপায় বেশি বেশি এসতেগফার করা। তিনি বলেন, আল্লাহর কোনো বান্দার পক্ষে তাঁর ইবাদত সঠিকভাবে করা সম্ভব নয়। তাই আল্লাহর ক্ষমা লাভ ছাড়া কেউ জাহান্নামের আজাব থেকে বাঁচতে পারবে না। আর ক্ষমা পেতে চাইলে বেশি বেশি তওবা বা এসতেগফার করতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আসন্ন সংসদ নির্বাচন সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে ভোট দেয়া শুধু জনগণের দায়িত্ব নয় এটি তাদের অধিকারও। স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের অধিকার এবং সে অধিকার আদায় করে নেয়া উচিত।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ