ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিল্লি, ৮৪ ফ্লাইট বাতিল

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:১৩

ভারতের দিল্লি এবং দেশটির উত্তরের কিছু অংশে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে বিমান চলাচল। সোমবার (১৫ জানুয়ারি) ঘন কুয়াশায় ঢেকে গেলে দিল্লি বিমানবন্দরে ৮৪টি ফ্লাইট বাতিল এবং ১৬৮টি ফ্লাইট ব্যাহত হয়। শুধু তাই নয়, ব্যাহত হচ্ছে সড়ক পথে যানবাহন চলাচল ও রেল পরিষেবাও।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এমন পরিস্থিতিতে দিল্লিগামী ১৮টির মতো ট্রেন বিলম্বিত হয়েছে। ফলে কুয়াশার পাশাপাশি ব্যাপক ঠান্ডায় বিপাকে পড়েছেন স্টেশনে অপেক্ষমান যাত্রীরা। মূলত দেখতে সমস্যা হওয়ার কারণে এসব পরিষেবার ওপর প্রভাব পড়ছে।

এদিকে অসহনীয় ঠাণ্ডা ও কুয়াশাচ্ছন্ন অবস্থায় ছিন্নমূল মানুষের পাশাপাশি গৃহহীনরা আশ্রয় নিয়েছে সরকার পরিচালিত রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রে।

অন্যদিকে সোমবার (১৫ জানুয়ারি) সকালে দিল্লির তাপমাত্রা ছিল ৩.৩ ডিগ্রি, যা এই মৌসুমের সর্বনিম্ন। এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) শুরু হয় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। ওইদিন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ