প্রায় এক বছর পর কারাবন্দি দুই নারী সাংবাদিককে মুক্তি দিয়েছে ইরান সরকার। এর আগে ইরানি তরুণী মাশা আমিনির মৃত্যু ও তাকে ঘিরে গড়ে ওঠা আন্দোলনের খবর প্রকাশ করার কারণে তাদের কারাদণ্ড দিয়েছিলেন দেশটির আদালত।
দুই নারী সাংবাদিক নিলুফার হামিদি (৩১) ও এলাহেহ মোহাম্মাদি (৩৬) জামিনে মুক্তি পেয়েছেন বলে ইরানের সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে জানানো হয়, দুই সাংবাদিক তাদের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেন এবং আদালতের পরবর্তী সিদ্ধান্ত আসা পর্যন্ত তারা জামিনে থাকবেন।
এর আগে, হিজাব ঠিকমতো না পরা ও দেশটির কঠোর নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২২ বছর বয়সী কুর্দি ইরানি তরুণী মাশা আমিনিকে গ্রেফতার করে তেহরানের নীতি পুলিশ। পরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তিন দিন কোমায় থাকার পর মারা যান তিনি।
মাশা আমিনিকে দাফন করার পর থেকে তার শহরে বিক্ষোভ শুরু হয়, যা পুরো ইরানে ছড়িয়ে পড়ে। মাশার মৃত্যুকে ঘিরে শুরু হওয়া আন্দোলন নারী স্বাধীনতা ও ইরান সরকারের পতনের দাবিতে পরিণত হয়। ২০২২ সালের শেষের দিকে টানা কয়েক মাস ধরে চলে তীব্র এ আন্দোলন।
মাশার পরিবারের অভিযোগ ছিলো, গ্রেফতারের সময় পুলিশ মাশার মাথায় প্রচণ্ড আঘাত করে। এতে তিনি অজ্ঞান হয়ে কোমায় চলে যান। সেখান থেকে আর জেগে ওঠেননি এই কুর্দি তরুণী।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ