নতুন সলিড-ফুয়েল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে বিরাজমান উত্তেজনার মধ্যেই মাঝারি-পাল্লার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল দেশটি। আজ সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া রোববার মধ্যবর্তী পাল্লার একটি নতুন সলিড-ফুয়েল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে দেশটির সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) সোমবার জানিয়েছে।
একইসঙ্গে এই পরীক্ষা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনও ধরনের নিরাপত্তা হুমকির সৃষ্টি করেনি বলেও দাবি করা হয়েছে। কেসিএনএ’র তথ্য অনুসারে, নতুন মাল্টি-স্টেজ হাই-থ্রাস্ট সলিড-ফুয়েল ইঞ্জিন এবং একটি মধ্যবর্তী-রেঞ্জের হাইপারসনিক ম্যানুভারেবল নিয়ন্ত্রিত ওয়ারহেডের নির্ভরযোগ্যতা পরীক্ষা করার লক্ষ্যে রোববার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
রয়টার্স বলছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পিয়ংইয়ং থেকে রাশিয়া সফরে যাওয়ার দিনই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালানো হয়েছে বলে কেসিএনএ জানিয়েছে।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ