শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ঝড় ও তুষারপাতে যুক্তরাষ্ট্রে ২ হাজার ফ্লাইট বাতিল 

প্রকাশনার সময়: ১৩ জানুয়ারি ২০২৪, ১৬:২৪

শীতকালীন তীব্র ঝড় ও তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে বাতিল হয়েছে ২ হাজারেরও বেশি ফ্লাইট। স্থানীয় সময় শুক্রবার (১২ জানুয়ারি) দেশটিতে ঝড় আঘাত হানার পর এসব ফ্লাইট বাতিল হয়।

সেই সঙ্গে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে— এমন ফ্লাইটের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার ৪ শতাধিক। এ ছাড়া মধ্য আটলান্টিকে সৃষ্ট ঝড়ের তাণ্ডবে দেশটির পূর্ব উপকূলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা।

বাতিল ও বিলম্বিত ফ্লাইটগুলোর ৪০ শতাংশই মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য ইলিনয়সের রাজধানী শিকাগোর বিভিন্ন বিমানবন্দরের। বাকি ৬০ শতাংশ ফ্লাইট দেশটির দক্ষিণাঞ্চলীয় দুই অঙ্গরাজ্য কলোরাডোর রাজধানী ডেনভার এবং উইসকনসিনের মিলওয়াউকি শহরের বিমানবন্দরগুলোর।

এদিকে আরাকানসাসের বেশ কিছু অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। অঙ্গরাজ্যটির কিছু কিছু এলাকায় এখনও ঘণ্টায় ৭৪ মাইল বেগে হাওয়া বইছে বলে জানা গেছে।

সূত্র: সিএনএন নিউজ

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ