ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২৪, ১৭:৩০

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। একই ভূমিকম্পে কেঁপে উঠেছে পাশ্ববর্তী দেশ পাকিস্তান ও ভারতেও। ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) খালিজ টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এদিন আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এই ভূমিকম্পটি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০১ কিলোমিটার গভীরে।

খবরে আরও বলা হয়েছে, ভূমিকম্পে ভারতের রাজধানী দিল্লির মাটি কেঁপে উঠেছে। তবে এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তানে ভূমিকম্পের প্রভাব ব্যাখ্যা করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা জানিয়েছেন, ইসলামাবাদ, লাহোর, খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাবজুড়ে কম্পন অনুভূত হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ