বিশ্বজুড়ে ফের ভয়াবহ রূপ নিচ্ছে মরণঘাতি করোনা। গেল একমাসে করোনায় প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বুধবার (১০ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম বলেন, ডিসেম্বর মাসে করোনায় প্রায় ১০ হাজার মানুষের প্রাণ গেছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার বেড়েছে ৪২ শতাংশ।
তিনি আরও বলেন, ছুটিতে মানুষ ভিড় জমাচ্ছে। যে কারণে করোনার প্রচলিত ধরনগুলো আবারও ব্যাপক আকারে ছড়াচ্ছে।
প্রতিরোধের এ পর্যায়ে এসে এতো মৃত্যুর সংখ্যা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে হু প্রধান বলেন, অন্যান্য স্থানেও এ সংক্রমণ নিশ্চিত বাড়ছে। তবে এগুলোর সবটাই নজরে আসছে না। তিনি এজন্য সরকারকে নজরদারি ও চিকিৎসা এবং টিকা সরবরাহ চালু রাখার আহ্বান জানান।
নয়া শতাব্দী/আতারা/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ