ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

উত্তপ্ত পাপুয়া নিউ গিনি: দাঙ্গায় নিহত ১৫

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২৪, ১৬:০৬

দাঙ্গা-লুটপাটে উত্তপ্ত ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পর্যন্ত দেশটিতে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। খবর আল জাজিরার।

জানা গেছে, পুলিশ ও সরকারি কর্মচারীদের মধ্যে বেতন নিয়ে অসন্তোষের জেরে বুধবার (১০ জানুয়ারি) রাজধানী পোর্ট মোর্সাবির শপিং কমপ্লেক্সে আগুন, লুটপাট ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এসব লোকের মৃত্যু হয়। এ ছাড়া আন্দোলনে শত শত লোক রাস্তায় নেমে আসেন।

বৃহস্পতিবার একটি রেডিও সম্প্রচারে পাপুয়ার ন্যাশনাল ক্যাপিটাল ডিস্ট্রিক্ট গভর্নর পাওয়েস পার্কপ বলেছেন, আমরা আমাদের শহরে নজিরবিহীন সংঘর্ষ দেখেছি। যা আমাদের শহর এবং আমাদের দেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি।

এদিকে উত্তপ্ত পরিস্থিতে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারাপে। তিনি জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে সরকারি চাকরিজীবীদের চলতি মাসের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে ১০০ ডলারের মতো অর্থ কাটা গেছে।

তবে এই অর্থ পরের মাসের বেতনের সঙ্গে যোগ করে দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

নয়া শতাব্দী/আতারা/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ