ভুটানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির রাজনৈতিক দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) শীর্ষ নেতা শেরিং তোবগে। নির্বাচনে ভুটানের পার্লামেন্টের দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে পিডিপি।
৫৮ বছর বয়সী পিডিপি নেতা শেরিং তোবগে দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এর আগে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ পদে ছিলেন তিনি।
ভুটানের নির্বাচন কমিশন (ইসিবি) মঙ্গলবার নির্বাচনের পর বুধবার আঞ্চলিক ফল ঘোষণা করে।
ইসিবির গণনায় এ ফলে দেখা যায়, পিডিপি ৪৭ সদস্যের জাতীয় পরিষদে ৩০টি পেয়েছে। বাকিগুলো পেয়েছে ভুটান টেন্ড্রেল পার্টি (বিটিভি)।
২০০৭ সালে পিডিপি প্রতিষ্ঠা করেন তোবগে। তিনি তার নির্বাচনী প্রচারণায় অর্থনীতি চাঙা এবং বেকারত্বের হার কমানোর প্রতিশ্রুতি দেন। এ নির্বাচনে ৬৫ দশমিক ৬ শতাংশ ভোটার উপস্থিতি ছিল। নভেম্বরে প্রথম দফার ভোটে তিনটি দল বাতিল হয়ে যায়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ