শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

গাজায় নিহত বেড়ে ২৩ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় ২৪৯

প্রকাশনার সময়: ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:০৩

ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় শেষ ২৪ ঘণ্টায় ২৪৯ ফিলিস্তিনির প্রাণ গেছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫১০ জন আহত হয়েছেন। আর আহত হয়েছেন ২৪৯ জন।

৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত হন। তবে শুরুতে এ সংখ্যা আরও বেশি বলা হয়েছিল। সেই ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৩ হাজার ৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৯ হাজার ৬০০ শিশু রয়েছে। প্রায় ৫৯ হাজার ফিলিস্তিনি ইসরায়েলে হামলায় আহত হয়েছেন।

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার ৬০ শতাংশ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে খবরে জানা গেছে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ