ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তহবিল কেলেঙ্কারি: জাপানের এমপি ইকেদা গ্রেপ্তার

প্রকাশনার সময়: ০৮ জানুয়ারি ২০২৪, ১৩:১৮

তহবিল কেলেঙ্কারির ঘটনায় প্রথমবার কাউকে গ্রেপ্তার করলেন জাপানের কৌঁসুলিরা। জাপানের জিজি প্রেসসহ স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, রাজনৈতিক তহবিল নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের সন্দেহে গ্রেপ্তার হয়েছেন ক্ষমতাসীন দলের আইনপ্রণেতা ও সাবেক উপশিক্ষামন্ত্রী ইয়োশিতাকা ইকেদা (৫৭)।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তহবিল কেলেঙ্কারির ঘটনায় গত মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা চারজন মন্ত্রীকে বরখাস্ত করতে বাধ্য হয়েছিলেন। তাঁর মধ্যে ছিলেন ইকেদা। এ ঘটনায় তাঁর ৪৫ বছর বয়সী এক সচিবকেও আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৪ কোটি ৮০ লাখ ইয়েন (৩ কোটি ৬৩ লাখ টাকা প্রায়) অবৈধভাবে গ্রহণের অভিযোগ উঠেছে।

গত মাসে জাপানের প্রধানমন্ত্রী দেশটির শীর্ষ সরকারি মুখপাত্র, বাণিজ্যমন্ত্রী ও অন্য দুই মন্ত্রীকে আইন অনুযায়ী রাজনৈতিক তহবিল বিষয়ে প্রতিবেদন দাখিলের ব্যর্থতার জন্য বরখাস্ত করেন।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ