শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরোধিতায় যুক্তরাষ্ট্র

প্রকাশনার সময়: ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহকে আশ্বস্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজা বা অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিরোধিতা করে ওয়াশিংটন। একই সঙ্গে গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শিগগিরই শুরুর প্রত্যাশা করেছেন তিনি। রোববার জর্ডানে বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে বৈঠকে এই আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

জর্ডানের রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে জর্ডানের উদ্বেগের কথা তুলে ধরেছেন বাদশাহ আব্দুল্লাহ।

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে উপত্যকার ২৩ লাখ মানুষের জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনি বর্তমানে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে জাতিসংঘের দাতব্য কর্মীরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, আম্মানে বাদশাহ আব্দুল্লাহর সাথে বৈঠকে ব্লিঙ্কেন পশ্চিম তীর ও গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরোধিতা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ইসরায়েলি চরমপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা থেকে সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

চলমান সংঘাতে গাজার বেশিরভাগ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং রোববার জেনিনসহ পশ্চিম তীরে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছে। বৈঠকে বাদশাহ আবদুল্লাহ ব্লিঙ্কেনকে বলেছেন, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পরপরই যুদ্ধবিরতিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে ওয়াশিংটন। এ সময় তিনি গাজায় যুদ্ধ অব্যাহত রাখার ‘‘বিপর্যয়কর পরিণতি’’ সম্পর্কেও ব্লিঙ্কেনকে সতর্ক করে দেন। সূত্র: রয়টার্স, আলজাজিরা।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ