ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১২২

প্রকাশনার সময়: ০৬ জানুয়ারি ২০২৪, ১৯:২২

গাজার খান ইউনিস এবং দেইর এল-বালাহতে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর এল-বালাহের আল-হাকার এবং খান ইউনিসের আল-মানারা এলাকায় দুটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত ১২২ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, এ নিয়ে গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত মোট ২২ হাজার ৭২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৮ হাজার ১৬৬ জন। অন্যদিকে নিখোঁজ রয়েছেন ৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ