ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লোহিত সাগরে মার্কিন মিত্রদের ওপরও হামলা চলবে: হুথি নেতা

প্রকাশনার সময়: ০৬ জানুয়ারি ২০২৪, ১১:২০ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:২০

ইয়েমেনভিত্তিক হুথি সুপ্রিম রিভ্যুলশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুথি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন লোহিত সাগরীয় জোটে যে দেশই জড়িত হবে, তারা সাগরের নিরাপত্তা হারাবে এবং তারা টার্গেট হবে। বিবিসির সাথে এক সাক্ষাৎকালে আল-হুথি এই দাবি করেন।

লোহিত সাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখার জন্য মার্কিন জোটে যোগ দেয়া যেসব দেশের জাহাজ হুথিদের টার্গেট হবে, সেগুলো হলো- অস্ট্রেলিয়া, বাহরাইন, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য।

হুথিদের হুমকির মুখে কৌশলগত গুরুত্বপূর্ণ দক্ষিণ লোহিত সাগরে এখন অচলাবস্থা বিরাজ করছে। এখানে অবস্থিত বাব আল-মানদেব প্রণালী দিয়েই বিশ্ববাণিজ্যের প্রায় ১৫ ভাগ হয়ে থাকে। এই পথ বন্ধ হয়ে গেলে জ্বালানির দাম বাড়তে পারে, সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হতে পারে।

গাজায় হামাসের সমর্থনে ইরান-সমর্থিত হুথিরা নভেম্বর থেকে লোহিত সাগরে ২০ বারের বেশি হামলা চালিয়েছে। হামলায় তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন, দ্রুতগামী নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করছে। এই এলাকায় মোতায়েন যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ রণতরীগুলো কিছু ক্ষেপণাস্ত্র আটকাতে পারলেও খোদ ইয়েমেনে এখনো হামলা চালাচ্ছে না।

এছাড়া লোহিত সাগরে মোতায়েন মার্কিন, ব্রিটিশ রণতরীগুলোর জন্য হুথিদের হামলা ঠেকানোর কাজটি খুবই ব্যয়বহুল হয়ে পড়েছে। আর প্রতিটি হামলা তারা ঠেকাতে পারবে, তাও নয়। বিশেষ করে হুথিরা যদি একসাথে অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে তা ঠেকানো কঠিন হয়ে পড়বে। ইয়েমেন গরিব আরব দেশ হলেও হুথিদের কাছে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ