ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৮

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ১৪:৩১ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ১৪:৩৪

জাপানের ইশিকাওয়ায় নতুন বছরের প্রথম দিনে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে।

বৃহস্পতিবারও (০৪ জানুয়ারি) ধসে পড়া বাড়ি ও ভবনের ধ্বংসস্তূপ থেকে বেঁচে যাওয়া লোকের সন্ধানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী।

তাদের মধ্যে দেশটির নোটো উপদ্বীপের শহর ওয়াজিমাতে নিহত হয়েছেন ৪৪ জন এবং সুজুতে নিহত হয়েছেন ২৩ জন।

কর্মকর্তারা বলেছেন, ওয়াজিমা, সুজু এবং আনামিজুতে ৪ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত ৫১ জন ব্যক্তি এখনো নিখোঁজ রয়ে গেছে। কর্তৃপক্ষ তাদের পরিচয় প্রকাশ করেছে এই আশায় যে, তাদের দ্রুত খুঁজে পাওয়া যাবে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, ধসে পড়া ভবনের নিচে থেকে আটকা পড়াদের দ্রুত উদ্ধার করতে না পারলে, তাদের বেঁচে থাকার আশা কমে যেতে পারে। তারা জানিয়েছেন, ১৫টি পৌরসভার ৩৬৪টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৩৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এর মধ্যে ওয়াজিমায় আশ্রয় নিয়েছে প্রায় ১১ হাজার মানুষ এবং সুজুতে আশ্রয় নিয়েছে প্রায় প্রায় ৭ হাজার মানুষ।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াজিমা এবং সুজু শহর। তবে সেখানে ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অন্যান্য পৌরসভায় ২১০টিরও বেশি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভূমিকম্পের পর আফটারশকও অব্যাহত রয়েছে।

১ জানুয়ারির বিকেল থেকে ৩ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত জাপানের ‘মেটিওরোলজিক্যাল এজেন্সি’ নোটো উপদ্বীপে ৫২১টি ভূমিকম্প রেকর্ড করেছে। জাপানি স্কেলে যার তীব্রতা ছিল ১ বা তার বেশি। সংখ্যানটি ডিসেম্বর ২০২০ সাল থেকে ডিসেম্বর ২০২৩ সালের মধ্যে এই অঞ্চলে ঘটা এই ধরনের ভূমিকম্পের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ