ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রে মসজিদের ইমামকে গুলি করে হত্যা!

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ১৩:১৩

যুক্তরাষ্ট্রে মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই ইমামের নাম হাসান শরীফ। তিনি নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবহন নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের কাছে একটি মসজিদের বাইরে বুধবার গুলিবিদ্ধ এক ইমাম মারা গেছেন বলে একজন মার্কিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। নিউজার্সির নেওয়ার্ক শহরের পুলিশ অবশ্য ঘটনার কারণ জানায়নি।

মসজিদের বাইরে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি মারা যান। অবশ্য এই হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। ইউনাইটেড স্টেটস ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র লিসা ফার্বস্টেইন বলেছেন, ‘হাসান শরীফ ২০০৬ সাল থেকে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার ছিলেন।’

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ