ইরানের রেভল্যুশনারি গার্ডের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের চতুর্থ বার্ষিকীতে তার কবরের কাছেই দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৩ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। খবর বিবিসি ও আল-জাজিরা।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরিব জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে সাহেব আল-জামান মসজিদের কাছে একটি মিছিলে বিস্ফোরণে আরও ১৭১ জন আহত হয়েছে।
কেরমানের ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে একে একটি `সন্ত্রাসী হামলা' আখ্যায়িত করেছে গণমাধ্যমটি।
অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি রাস্তায় বেশ কয়েকটি লাশ পড়ে আছে।
ইরানের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসেস অর্গানাইজেশনের মুখপাত্র বাবাক ইয়েকতা পারস্ত বলেছেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এক টেলিফোন বার্তায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, "দুর্ভাগ্যবশত, আমরা যে তথ্য পেয়েছি তাতে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুবই গুরুতর বলেই জানতে পেরেছি।"
"প্রয়োজনে কেরমান থেকে রোগীদের রাজধানী তেহরানের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জরুরি সেবা হেলিকপ্টার প্রস্তুত রয়েছে" বলেও যোগ করেন বাবাক ইয়েকতা।
২০২০ সালে প্রতিবেশী ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল সোলেইমানিকে স্মরণ করার জন্য একটি অনুষ্ঠানের অংশ হিসাবে কয়েকশ লোক বুধবার (৩ জানুয়ারি) তার সমাধির দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর সোলেইমানিকেই সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে দেখা হতো।
রেভল্যুশনারি গার্ডের বিদেশী অপারেশন শাখা, কুদস ফোর্সের কমান্ডার হিসাবে তিনি সমগ্র অঞ্চলজুড়ে ইরানী নীতির একজন স্থপতি ছিলেন।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ