ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জনপ্রিয়তায় ধস নেমেছে নেতানিয়াহুর 

প্রকাশনার সময়: ০৩ জানুয়ারি ২০২৪, ০৮:৩১ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:৩৩

ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় সরকারপ্রধানের পদে থাকা বেঞ্জামিন নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস নেমেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর চলমান যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান মাত্র ১৫ শতাংশ ইসরায়েলি।

বরং জনপ্রিয়তার নিরিখে তার চেয়ে এগিয়ে রয়েছেন নেতানিয়াহুর অন্যতম প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ বেনি গান্টজ। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। বর্তমানে নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভাতেও রয়েছেন তিনি, তবে তাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি।

অবশ্য নেতানিয়াহুর জনপ্রিয়তা কমলেও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে নির্মূলে উপত্যকায় লাগাতার সেনা অভিযান পরিচালনার যে নীতি নিয়েছে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা, সেই নীতির প্রতি সমর্থন রয়েছে অধিকাংশ নাগরিকের।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ