ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২৪, ১৫:১৬ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ১৬:১৭
ছবি- সংগৃহীত

জাপানের মধ্যাঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সময় সোমবার (০১ জানুয়ারি) বিকেলের দিকে জাপানের উত্তর-মধ্যাঞ্চলে এই ব্যাপক দুর্যোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল এনএইচকে।

জাপানের আবহাওয়া দপ্তর ইতোমধ্যে দেশটির ইশিকাওয়া, নিগাতা এবং তোয়ামা জেলার উপকূলবর্তী এলাকাগুলোতে সুনামি সতর্কবার্তা জারি করেছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় এসব এলাকায় সমুদ্রের ঢেউ ৫ মিটারের (১৬ ফুটের কিছু বেশি) বেশি উচ্চতায় উঠতে পারে।

ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছে এনএইচকে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ