শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়া সংঘর্ষের পথ বেছে নিয়েছে: কিম জং উন

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২৪, ১৩:১১ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ১৩:২৯

কিম জং উন দেশটির সামরিক কমান্ডারদের বলেছেন, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যদি সামরিক সংঘর্ষের পথ বেছে নিয়েছে। তবে তাদের ধ্বংস করার জন্য আমাদের সবচেয়ে শক্তিশালী পন্থাগুলোকে একত্রিত করতে হবে বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আজ সোমবার জানিয়েছে। কিম বলেন, কোরীয় উপদ্বীপে সশস্ত্র সংঘর্ষের বিপদ দ্রুত বাস্তবে পরিণত হচ্ছে কারণ যুক্তরাষ্ট্রসহ শত্রুদের বৈরী কৌশলের কারণে দেশটিকে নিজেকে রক্ষা করতে ‘তলোয়ার ধারালো’ করতে হচ্ছে।

দেশটির সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কিমকে উদ্ধৃত করে বলেছে, ‘যদি তারা সামরিক সংঘর্ষ বেছে নেয় এবং আগুন লাগিয়ে দেয়, তাহলে আমাদের অবশ্যই সবচেয়ে শক্তিশালী সব উপায়কে একত্রিত করতে হবে । তাদের চূর্ণবিচূর্ণ করে মোকাবিলা করতে এবং তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে’। কেসিএনএ জানিয়েছে, ২০২৩ সালে নানা কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য অভিনন্দন জানাতে রোববার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সদর দপ্তরে সিনিয়র সামরিক নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন কিম জং উন।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ