ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের সাবেক মন্ত্রী নিহত

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২৩, ২২:৩৭
ছবি- সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের সাবেক মন্ত্রী ইউসুফ সালামা নিহত হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) নিজ বাড়িতে ইসরায়েলি হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ। এছাড়া হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও তার মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছে।

নিহত মন্ত্রী ইউসুফ সালামা ফিলিস্তিনি অথরিটির (পিএ) ধর্মমন্ত্রী ছিলেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার মধ্যাঞ্চল আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পে ছিল ইউসুফ সালামার বাড়ি।

ফিলিস্তিনের বর্তমান আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্বাসের কাছের লোক ছিলেন ইউসুফ। তিনি ২০০৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া পুরোনো নগরী জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদের ইমামও ছিলেন তিনি।

সাবেক ফিলিস্তিনি মন্ত্রী ও আল-আকসার ইমামকে হত্যার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ