অবরুদ্ধ গাজার নুসিরাত শরণার্থী শিবিরে আল কুদস সংবাদমাধ্যমের সাংবাদিক জাবর আবু হার্দোস এবং তার পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। এ নিয়ে দখলদার ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১০৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান হামলার মধ্যে নুসিরাত শরণার্থী শিবিরে আল কুদসের সাংবাদিক জাবর আবু হাদ্রোস নিহত হয়েছেন। হামলায় তার পরিবারের ছয় সদস্যও নিহত হয়েছেন। সংঘাত শুরু থেকে সরকারি মিডিয়া অফিস অনুসারে ইসরায়েলি বিমান হামলায় গাজায় মোট ১০৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।
এদিকে, গাজার বুরেজ শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি সেনারা। গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে পুরো জাবালিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। তবে হামলা চালাতে গিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধের মুখে পড়েছে তারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, ৭ অক্টোবর থেকে শুরু করে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ২১ হাজার ৫০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫৬ হাজার।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ