চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির নৌবাহিনীর সাবেক প্রধান দং জুন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির বৈঠকের পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
এর আগে এ মাসের শুরুর দিকে দংয়ের জায়গায় নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান হু ঝংমিং।
গত অক্টোবরে হঠাৎ লি শাংফুকে সরিয়ে দিলে প্রতিরক্ষামন্ত্রীর পদটি শূন্য হয়। সাত মাস দায়িত্ব পালনের পর ঠিক কী কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ। কাছাকাছি সময়ে সামরিক বাহিনীর আরও কয়েকজন কর্মকর্তার পদাবনতি হয়। সাম্প্রতিক মাসগুলোতে সামরিক বাহিনীর নেতৃস্থানীয় আরও কিছু পদে রদবদল আনা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ