ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের হামলায় আরও বহু মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ভূখণ্ডটির রাফাহ শহরে ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। নিহত মধ্যে নারী ও শিশুও রয়েছে। মূলত শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েল হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। শুক্রবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরের কুয়েত স্পেশালিটি হাসপাতালের কাছে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কুয়েত হাসপাতালের কাছে বৃহস্পতিবার ইসরায়েলি এই হামলার পর আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আজজুম বলেছেন, ‘ইসরায়েলি ওই বিমান হামলায় আবাসিক ভবনটি সম্পূর্ণরূপে মাটিতে মিশে গেছে। এই ভবনটি বাস্তুচ্যুত লোকে পূর্ণ ছিল।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স কর্মী এবং সিভিল ডিফেন্স টিমের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে লোকদের টেনে বের করে আনার কাজ অব্যাহত রয়েছে।’
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ