রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, রাশিয়া এবং ভারতের যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের পরিকল্পনা নিয়ে আলোচনায় বাস্তব অগ্রগতি হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) মস্কোতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন তিনি।
মস্কোতে এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেছেন, এই ধরনের পারষ্পরিক সহযোগিতা একটি কৌশলগত এবং উভয় দেশের স্বার্থের ও ইউরেশিয়া মহাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।
তিনি বলেন, মস্কোর সামরিক হার্ডওয়্যার সরবরাহকারীদের মাঝে বৈচিত্র্য আনার জন্য ভারতের আগ্রহের প্রতি শ্রদ্ধা জানায় রাশিয়া। একই সঙ্গে ভারতের প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ভারতে উৎপাদনের জন্য নয়াদিল্লির আগ্রহের প্রতি সমর্থন জানাতেও মস্কো প্রস্তুত।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ