ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, বর্তমানে গাজায় ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায় নিরবতা বজায় রাখার মধ্যদিয়ে মূলত দখলদারদের এই অপরাধযজ্ঞ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে। তিনি বলেন, গাজার পরিস্থিতি এখন অনেকটা সেব্রেনিৎসা ও রুয়ান্ডার মতো হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি জাতিসংঘের এই কর্মকর্তা সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেন, নিবিড়ভাবে লক্ষ্য করলে দেখা যাবে অন্য গণহত্যাগুলোর মধ্যেই গাজায় বেসামরিক জনগণকে হত্যা করা হচ্ছে। এটা একটা প্রক্রিয়া যা একদিনেই ঘটে না। এই গণহত্যা এখনি বন্ধ করা উচিত। কিন্তু রুয়ান্ডা ও সেব্রেনিৎসার মতো গাজায়ও আন্তর্জাতিক সম্প্রদায় গণহত্যা সংঘটিত হওয়ার সুযোগ দিচ্ছে।
বসনিয়া ও সার্বিয়ার মধ্যে যুদ্ধ চলাকালীন ১৯৯৫ সালে বর্বর সার্ব বাহিনী ভয়াবহ গণহত্যা চালায় এবং এতে অল্প কিছু দিনের মধ্যে অন্তত আট হাজার মানুষ নিহত হয়। এছাড়া, ১৯৯৪ সালে রুয়ান্ডায় গণহত্যা সংঘটিত হয় যেখানে অন্তত ১০ লাখ মানুষ নিহত হয়েছে।
জাতিসংঘ বিশেষ দূতের এই এক্স পেইজ পোস্টের আগে জাতিসংঘের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের জন্য একটি কমিশন গঠনের ইঙ্গিত দেয়া হয়।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ