ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

হামাসের তিন নেতার বিরুদ্ধে জাপানের নিষেধাজ্ঞা

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২৩, ২২:৪৯
ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ তিন নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে জাপান। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দেশটির মন্ত্রিসভার মূখ্য সচিব হায়াশি ইয়োশিমাসা এই ঘোষণা দিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

জাপান সরকারের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হায়াশি ইয়োশিমাসা বলেন, টোকিও এই তিনজনের সম্পদ ফ্রিজ করবে এবং লেনদেনে নিষেধাজ্ঞা দেবে। তিনি আরও জানান, নিষেধাজ্ঞা পাওয়া তিনজনের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে মনে করা হয় যে, ইসরায়েলে ৭ অক্টোবরের হামলায় তাদের যোগসাজশ রয়েছে। অর্থ ব্যবহার করে ভবিষ্যতে তারা একই ধরনের হামলা চালাতে পারেন।

হামাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়জন ব্যক্তি এবং একটি কোম্পানির ওপর গত অক্টোবরে নিষেধাজ্ঞা দেয় টোকিও। এবার তিনজনের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা এলো।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ