ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২৩, ২২:১৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩, ২২:২৪
ছবি- সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে ভয়াবহ একটি বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫ টা ২০ মিনিটে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

দূতাবাসের মুখপাত্র গাই নির রয়টার্সকে বলেন, আমরা নিশ্চিত করছি যে স্থানীয় সময় ৫.২০-এর দিকে দূতাবাসের খুব কাছে একটি বিস্ফোরণ ঘটেছে। তিনি আরও বলেন, কিন্তু আমরা জানি না ঠিক কী ঘটেছে। পুলিশ ও আমাদের নিরাপত্তা রক্ষীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানিয়েছে, দূতাবাসের সকল কর্মী অক্ষত রয়েছেন। তারা ঘটনাটি তদন্তে স্থানীয় কর্মকর্তাদের সাথে সহযোগিতা করছেন।

কিভাবে বিস্ফোরণটি ঘটল বা কারা তা ঘটিয়েছে, তা জানা যায়নি। নগরীর দমকল বাহিনী এখন পর্যন্ত তাদের অনুসন্ধানে কিছু পায়নি বলে সিনিয়র দমকল কর্মকর্তা অতুল গার্গ ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ