অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ২৪ ঘণ্টায় ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন।
সোমবার (২৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় অন্তত আরও ৫০০ জন আহত হয়েছেন। তাদের নিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২০ হাজার ৬৪৭ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন
আরও ৫৪ হাজার ৫৩৬ জন।ইসরায়েলি সেনাবাহিনী ও ইসরায়েলি সামাজিক নিরাপত্তা সংস্থার প্রতিবেদনের সূত্রে আল জাজিরা আরও জানিয়েছে, গাজা যুদ্ধে ১
হাজার ৪০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরও ৮ হাজার ৭৩০ জন আহত হয়েছেন। আর স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে অন্তত ১৫৭ সেনা নিহত হয়েছেন।তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিনিয়র নেতা ইয়াহিয়া সিনওয়ার জানিয়েছেন, গাজা যুদ্ধে ইসরায়েলের হাজারের অধিক সেনা নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েলের সামরিক বাহিনী সঠিক তথ্য লুকিয়ে রেখেছে।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ