অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত ৯৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিক নিহতের সর্বশেষ তথ্য জানিয়েছে গাজার সরকারি সংবাদমাধ্যম।
শনিবার (২৩ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
শনিবার গাজার সরকারি জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় মোট ৯৯ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সবশেষ নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ খলিফা।
প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশন চ্যানেল ‘আল আকসা টিভি’তে কাজ করতেন মোহাম্মদ খলিফা। বৃহস্পতিবার গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমানহামলায় সপরিবারে নিহত হয়েছেন তিনি।
এদিকে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারর্স (আরএসএফ) জানিয়েছে, ইসরায়েল-হামাস সংঘাতের আড়াই মাসে গাজায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোট ৬৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। গাজায় এতো সাংবাদিক হত্যার ঘটনায় আন্তর্জাতিক আদালতে (আইসিসি) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো লিখিত অভিযোগ করেছে আরএসএফ।
ফিলিস্থিতিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী, শিশু, কিশোর-কিশোরী ও বয়স্ক লোকজন রয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও ৫২ হাজার ৫৮৬ জন ফিলিস্তিনি। তাছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৭০০ জন।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ