চীনের উত্তরপূর্বাঞ্চলীয় একটি কয়লাখনিতে দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, বুধবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরের উপকণ্ঠে একটি কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। খনির বাঁকযুক্ত খাদে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ১২ জন নিহত ও ১৩ জন আহত হন।
তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সিসিটিভি।
সূত্র : এএফপি, এনডিটিভি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ