প্রতি বছর বিশ্বের সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ বিমানবন্দরগুলোর তালিকা প্রকাশ করে জার্মান সংস্থা এয়ারহেল্প। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাদের ২০২৩ সালের তালিকা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের ১৯৪টি বিমানবন্দর নিয়ে জরিপ চালায় এয়ারহেল্প। বিমানবন্দরে ঠিক সময়ে প্লেন ওঠানামা করছে কি না, যাত্রীদের চলাচলে স্বাচ্ছন্দ্য, খাবার ও কেনাকাটায় অভিজ্ঞতার মতো বিষয়গুলো পর্যালোচনা করেছে সংস্থাটি। এই জরিপে অংশ নেন ১৫ হাজার ৮০০ জনের বেশি যাত্রী।
জরিপের ফলাফল বলছে, ২০২৩ সালে বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দর। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিলের রেসিফ-গুয়ারাপেস আন্তর্জাতিক বিমানবন্দর। তৃতীয় হয়েছে দক্ষিণ আফ্রিকার কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দর। সেরার তালিকায় আধিপত্য দেখিয়েছে জাপান এবং ব্রাজিল। তালিকার শীর্ষ দশে উভয় দেশের রয়েছে তিনটি করে বিমানবন্দর।
তবে র্যাংকিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্র। সেরা ৫০’র মধ্যে তাদের রয়েছে মাত্র তিনটি বিমানবন্দর; সেগুলো হলো- মিনিয়াপলিসের সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর (১৩তম), সিয়াটলের টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর (৩৪তম) এবং ডেট্রয়েটের মেট্রোপলিটন ওয়েন কাউন্টি বিমানবন্দর (৩৮তম)।
ভালো করেনি ইউরোপের বিমানবন্দরগুলোও। সেরা ৫০’র মধ্যে এ অঞ্চলের রয়েছে মাত্র নয়টি বিমানবন্দর। এয়ারহেল্পের র্যাংকিংয়ে ইউরোপের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে স্পেনের বিলবাও বিমানবন্দর (বৈশ্বিক তালিকায় ২১তম)।
এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য- অনেক ব্যস্ত বা সুপরিচিত বিমানবন্দর র্যাংকিংয়ের তলানিতে রয়েছে। যেমন- লন্ডনের হিথ্রো বিমানবন্দর হয়েছে ১৬৩তম। প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দর রয়েছে আরও পেছনে, ১৭৩ নম্বরে।
একনজরে দেখে নেওয়া যাক বিশ্বের সেরা ১০ বিমানবন্দর কোনগুলো-
১. মাসকট আন্তর্জাতিক বিমানবন্দর, ওমান
২. রেসিফ/গুয়ারাপেস-গিলবার্তো ফ্রেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর, ব্রাজিল
৩. কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ আফ্রিকা
৪. ব্রাসিলিয়া-প্রেসিডেন্ট জুসেলিনো কুবিতশেক আন্তর্জাতিক বিমানবন্দর, ব্রাজিল
৫. দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাতার
৬. ওসাকা ইতামি আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান
৭. বেলেম/ভাল-ডি-কানস আন্তর্জাতিক বিমানবন্দর, ব্রাজিল
৮. বেলো হরিজন্টে ট্যানক্রেডো নেভেস আন্তর্জাতিক বিমানবন্দর, ব্রাজিল
৯. টোকিও নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান
১০. আমামি বিমানবন্দর, জাপানবিশ্বের সবচেয়ে বাজে ১০ বিমানবন্দরের মধ্যে রয়েছে-
১. বানজারমাসিন শামসুদিন নূর আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্দোনেশিয়া
২. মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দর, মাল্টা
৩. লন্ডন গ্যাটউইক বিমানবন্দর, যুক্তরাজ্য
৪. লিসবন হাম্বারতো ডেলগাডো বিমানবন্দর, পর্তুগাল
৫. বেলগ্রেড নিকোলা টেসলা বিমানবন্দর, সার্বিয়া
৬. ডেনপাসার আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্দোনেশিয়া
৭. টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর, কানাডা
৮. সোফিয়া বিমানবন্দর, বুলগেরিয়া
৯. মার্সেই প্রোভেন্স বিমানবন্দর, ফ্রান্স
১০. হালিম পেরদানাকুসুমা আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্দোনেশিয়াএয়ারহেল্পের তথ্যমতে, তাদের ডেটাবেজে চার হাজারের বেশি বিমানবন্দরের নাম রয়েছে। তার মধ্যে ফ্লাইটের ব্যস্ততা এবং যাত্রীদের পছন্দের ভিত্তিতে মাত্র ১৯৪টি বিমানবন্দরের ওপর জরিপ চালিয়েছে সংস্থাটি। এছাড়া, পর্যাপ্ত তথ্য না থাকায় সুপরিচিত অনেক বিমানবন্দরও র্যাংকিং থেকে বাদ পড়তে পারে বলে জানিয়েছে তারা।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ