কলেজের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ের ৯০ সেকেন্ড আগে শেষ হওয়ায় সরকারের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ কোরিয়ার একদল শিক্ষার্থী। এই ঘটনার জন্য তারা প্রত্যেকে দুই কোটি ওন (১৬ লাখ ৮৭ হাজার টাকা প্রায়) ক্ষতিপূরণ দাবি করেছে।
বাদিপক্ষের আইনজীবী বলেছেন, ৯০ সেকেন্ড আগে পরীক্ষা শেষ করে দেওয়ায় বাকি শিক্ষার্থীদেরও ক্ষতি হয়েছে। বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার কলেজ ভর্তি পরীক্ষা বা সুনেউং। একইদিনে কয়েকটি বিষয়ের ওপর টানা আট ঘণ্টা চলে এই পরীক্ষা।
প্রতি বছর এতে অংশগ্রহণ করে বহু শিক্ষার্থী। এই পরীক্ষা তাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও চাকরির সুযোগ নিশ্চিত করে। অনেকের সম্পর্কের ভবিষ্যৎও নির্ভর করে সুনেউংয়ের ওপর।
সূত্র : বিবিসি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ