ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

দেড় মিনিটে পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষার্থীদের মামলা

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২৩, ২১:৩১
ছবি : সংগৃহীত

কলেজের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ের ৯০ সেকেন্ড আগে শেষ হওয়ায় সরকারের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ কোরিয়ার একদল শিক্ষার্থী। এই ঘটনার জন্য তারা প্রত্যেকে দুই কোটি ওন (১৬ লাখ ৮৭ হাজার টাকা প্রায়) ক্ষতিপূরণ দাবি করেছে।

বাদিপক্ষের আইনজীবী বলেছেন, ৯০ সেকেন্ড আগে পরীক্ষা শেষ করে দেওয়ায় বাকি শিক্ষার্থীদেরও ক্ষতি হয়েছে। বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার কলেজ ভর্তি পরীক্ষা বা সুনেউং। একইদিনে কয়েকটি বিষয়ের ওপর টানা আট ঘণ্টা চলে এই পরীক্ষা।

প্রতি বছর এতে অংশগ্রহণ করে বহু শিক্ষার্থী। এই পরীক্ষা তাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও চাকরির সুযোগ নিশ্চিত করে। অনেকের সম্পর্কের ভবিষ্যৎও নির্ভর করে সুনেউংয়ের ওপর।

সূত্র : বিবিসি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ