আন্তর্জাতিক অভিবাসনে ভর করে কানাডায় নতুন রেকর্ড গড়লো জনসংখ্যা বৃদ্ধির হার। এ বছরের প্রথম ৯ মাসে দেশটিতে যে হারে জনসংখ্যা বেড়েছে, তা আগে কখনো পুরো এক বছরেও বাড়েনি। এমনকি ২০২২ সালের রেকর্ডও ভেঙে দিয়েছে ২০২৩ সালের প্রথম নয় মাস।
গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য।
স্ট্যাটিসটিকস কানাডার তথ্যমতে, গত ১ অক্টোবর দেশটির জনসংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ৪ কোটি ৫ লাখ ২৮ হাজার ৩৯৬ জন। অর্থাৎ, গত ১ জুলাইয়ের পর থেকে কানাডার জনসংখ্যা বেড়েছে ৪ লাখ ৩০ হাজার ৬৩৫ জন বা ১ দশমিক ১ শতাংশ।
১৯৫৭ সালের পর থেকে এক ত্রৈমাসিকে আর কখনো এত বেশি হারে জনসংখ্যা বাড়তে দেখেনি কানাডা। ওই বছর দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ দশমিক ২ শতাংশ, সংখ্যার হিসাবে ১ লাখ ৯৮ হাজার জন।
স্ট্যাটিসটিকস কানাডা বলেছে, ২০২৩ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) দেশটির মোট জনসংখ্যা বেড়েছে ১০ লাখ ৩০ হাজার ৩৭৮ জন। ১৮৬৭ সালে কানাডীয় কনফেডারেশনের পর থেকে পুরো এক বছরেও আর কখনো এত বেশি জনসংখ্যা বাড়েনি দেশটিতে। এমনকি, ২০২২ সালের রেকর্ডও ভেঙে গেছে এ বছর। সূত্র : এনডিটিভি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ