ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিমান হামলায় গাজায় এক দিনে নিহত ১০০ 

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২৩, ১৪:০৩

ইসরায়েলি বিমান হামলায় গাজায় মঙ্গলবার প্রায় ১০০ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে এ তথ্য জানান। ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১৯ হাজার ৬৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৪০ জনের প্রাণ গেছে। এদিকে ইসরায়েল বলছে, দেশটির বাহিনী উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ নিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, ওই এলাকায় হামাসকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলছেন, তার দেশ জিম্মিদের মুক্তির বিনিময়ে দ্বিতীয় দফায় মানবিক যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল হানিয়া যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় আলোচনার জন্য বুধবার মিশরে যাবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে দক্ষিণ গাজায় রাফাহ শহরে গোলাবর্ষণের ফলে হতাহতের খবর পাওয়া গেছে। আল-শাবোরা থেকে আহতরা খান ইউনিসের নাসের হাসপাতালে আসতে শুরু করেছেন।-খবর আল জাজিরার।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ