ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মেয়েদের লেখাপড়া করতে দেয়া হবে, তবে...

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৩
ছবি আল জাজিরা

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবানের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ে মেয়েনা পড়তে পারবেন; তবে পুরুষদের থেকে আলাদা হয়ে ক্লাস করতে হবে তাদের। এবার সেই নিয়মই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন তালেবান সরকারের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয় পড়ানো হয় তা পুনর্বিবেচনা করে দেখা হবে। তালেবান একটি যৌক্তিক ও ইসলামিক পাঠ্যসূচি চালু করতে চায় যা ইসলামী, জাতীয় এবং ঐতিহাসিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। পাশাপাশি তা যেন অন্য দেশের সঙ্গেও প্রতিযোগিতা করতে পারে।

এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলেট জানিয়েছেন, তালেবান শাসকরা প্রকাশ্যে মানবাধিকার বিশেষত, নারী অধিকার রক্ষায় যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা ভঙ্গ করছে। তারা নারীদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছে, কিশোরীদের স্কুলে যেতে বাধা দিচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান যখন ক্ষমতায় ছিল তখন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ করা হয়েছিল।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ