ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তালেবানের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ 

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০২:২৯

গত আগস্ট মাসে ঝড়ের গতিতে মাত্র ১০ দিনের মধ্যে আফগানিস্তানের প্রায় পুরোটাই দখল করে নিয়েছিল। এরপরই তালেবান সারা বিশ্বকে আশার কথা শুনিয়েছিল। আফগানিস্তান আর আগের মতো হবে না। নারীরা স্বাধীনভাবে বাস করতে পারবে।

এদিকে, স্থানীয় সময় সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলেট জানিয়েছেন, তালেবান শাসকরা প্রকাশ্যে মানবাধিকার বিশেষত, নারী অধিকার রক্ষায় যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা ভঙ্গ করছে। তারা নারীদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছে, কিশোরীদের স্কুলে যেতে বাধা দিচ্ছে।এমনকী ঘরে ঘরে পুরোনো শত্রুদের খুঁজে বেড়াচ্ছে।

তিনি বলেন, তালেবান গত মাসে ক্ষমতা দখলের পর আফগানিস্তান ‘নতুন এবং এক বিপজ্জনক’ অধ্যায়ে প্রবেশ করেছে। নারীসহ জাতিগত এবং ধর্মীয় অনেক সম্প্রদায়ই গভীরভাবে উদ্বিগ্ন।

জেনেভায় মানবাধিকার পরিষদে মিশেল ব্যাচলেট বলেন, তালেবান নারী অধিকার সমুন্নত রাখার আশ্বাস দিলেও গত তিন সপ্তাহে এর উল্টোটাই দেখা গেছে। তারা নারীদেরকে রেখেছে অন্তরালে। তালেবানের নতুন সরকারে নারী প্রতিনিধিত্ব না থাকা নিয়েও ব্যাচলেট হতাশা প্রকাশ করেন।

কোথাও কোথাও ১২ বছরের মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। নারীদের ঘরে থাকতে বলা হয়েছে সেই ১৯৯৬-২০০১ সালের সময়কার তালেবান শাসনের মতো।

তা ছাড়া, আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারের নিরাপত্তা কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণার পরও তালেবান প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে জানিয়েছেন ব্যাচলেট।

ওইসব কর্মকর্তাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করা লোকজনদের ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালানোর একাধিক অভিযোগ পেয়েছে জাতিসংঘ। তা ছাড়া জাতিসংঘের কয়েকজন স্টাফও হামলা এবং হুমকির খবর জানিয়েছে।

ব্যাচলেট জানান, আফগান সামরিক বাহিনীর সদস্যদের ওপর প্রতিশোধ হামলা হওয়ার খবরও তারা পেয়েছেন। ফলে আফগানিস্তানে মানবাধিকারের বিষয়টি নজরে রাখার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ