ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

তৃতীয়বারের মতো মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০

মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এই জয়ের মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল এই দেশটির সরকার ও রাষ্ট্রপ্রধানের আসন নিশ্চিত করলেন তিনি। গত ১০ থেকে ১২ ডিসেম্বর মিসরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার তার ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ফলাফল বিশ্লেষণে জানা গেছে, ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ৬৯ বছর বয়সী এই রাজনীতিক।

মিসরের সংবিধানে রাষ্ট্রপতির মেয়াদ ৬ বছর। এর আগে ২০১৭ এবং ২০১১ সালের নির্বাচনেও জয়ী হয়েছিলেন আল-সিসি। তবে গত দু’বারের তুলনায় এবারের পরিস্থিতি খানিকটা ভিন্ন। কারণ করোনা মহামারির পর থেকে মিসরে মূল্যস্ফীতি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি পৌঁছেছে ৩৬ দশমিক ৪ শতাংশে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ